গুয়াহাটি, ২৭ জুন (হি.স.) : ফরেনসিক সায়েন্স, স্বাস্থ্যসেবা এবং রোগ নিৰ্ণয় বিজ্ঞানের মধ্যে সহযোগিতা গড়ে তোলার উদ্দেশ্যে মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মার উপস্থিতিতে অসম সরকার এবং হায়দরাবাদ-ভিত্তিক সেন্টার ফর ডিএনএ ফিংগার প্ৰিন্টিং অ্যান্ড ডায়াগনস্টিক্স (সিডিএফডি)-এর সঙ্গে দুটি মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (মউ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ মঙ্গলবার জনতা ভবনে মুখ্যমন্ত্রীর কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত কার্যক্রমে অসম সরকারের পক্ষে গৃহ ও রাজনৈতিক বিভাগের প্ৰধানসচিব নীরজ বাৰ্মা এবং সিডিএফডির তরফে ড. কে থাংগারাজ ফরেনচিক বিজ্ঞানে সহযোগিতার জন্য মউ চুক্তিতে স্বাক্ষর করেছেন। অন্যদিকে চিকিৎসা শিক্ষা ও গবেষণা বিভাগের কমিশনার-সচিব সিদ্ধাৰ্থ সিং সিডিএফডি-র সঙ্গে গবেষণা কার্যসূচি, কৰ্মশালা, নিরীক্ষণ, ছাত্ৰছাত্ৰীর আদান-প্ৰদান এবং রোগী পরিষেবার জন্য যৌথ পদক্ষেপ গ্ৰহণের উদ্দেশ্যে মউ চুক্তিতে স্বাক্ষর করেছেন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, ডিএনএ ফিংগার প্ৰিন্টিং, ডায়াগনস্টক্স ও আধুনিক জীববিজ্ঞানের অন্যান্য ক্ষেত্ৰে দেশে এক গুরুত্বপূৰ্ণ ভূমিকা পালন করছে সিডিএফডি। ডায়াগনস্টিক্স বিভাগ কর্তৃক পরিচালিত আনুবংশিক রোগ নিৰ্ণয় এবং গবেষণার বলে রোগ শনাক্তকরণের ফলে চিকিৎসা ক্ষেত্রে যথেষ্ট সহায়তা করছে। এই প্ৰতিষ্ঠানটি মলিকুলার প্যাথোফিজিওলজি এবং আনুবংশিক রোগের ম্যাপিঙের ওপরও গবেষণামূলক কাজ করে আসছে। প্ৰতিষ্ঠানটি অত্যাধুনিক পরিকাঠামো, উচ্চমানের গবেষণা ক্ষেত্ৰ গড়ে রোগ নিৰ্ণয়ের ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখে আসছে, বলেন মুখ্যমন্ত্ৰী।
মুখ্যমন্ত্ৰী ড. শর্মা বলেন, অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্ৰহণের ক্ষেত্ৰে পুলিশ, ন্যায়পালিকা এবং ফরেনসিক বিজ্ঞানের ভূমিকা গুরুত্বপূৰ্ণ। অপরাধের তদন্ত ও বিচারের সঙ্গে জড়িত এই তিন অঙ্গ যতই শক্তিশালী হবে, ন্যায় প্ৰদান ব্যবস্থা ততই মজবুত হবে। পাশাপাশি অপরাধমূলক কাৰ্যকলাপ নিয়ন্ত্ৰণেও গুরুত্বপূৰ্ণ প্ৰভাব ফেলবে। তিনি বলেন, এই প্ৰযুক্তি ধৰ্ষণের মতো অতি জঘন্য অপরাধ সহ বহু মামলার সমাধান সম্ভব করে। এরই পরিপ্ৰেক্ষিতে বৰ্তমান রাজ্য সরকার ফরেনসিক বিজ্ঞানের ক্ষেত্ৰে সহযোগিতার জন্য মউ চুক্তি স্বাক্ষর করেছে। সিডিএফডি-র সঙ্গে স্বাস্থ্য সেবা এবং রোগ নিৰ্ণয় সেবার ক্ষেত্ৰে সহযোগিতার জন্যও মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ফরেনসিক বিজ্ঞানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুসারে সিডিএফডি অসমের ফরেনসিক বিজ্ঞান অধিকরণের বিজ্ঞানী এবং কারিগরি কৰ্মচারীদের ডিএনএ প্ৰফাইলিঙের প্ৰশিক্ষণ প্ৰদান করবে।
তিনি বলেন, এ ব্যাপারে বিভিন্ন ক্ষেত্ৰের ওপর প্ৰশিক্ষণ এবং সংবেদনশীলতার কার্যসূচি থাকতে হবে। ডিএনএ প্ৰফাইলিং পরীক্ষাগারের পরিকল্পনা এবং একে স্থাপন করা ও মানব প্ৰফাইলিং কাৰ্যকলাপের জন্য সরঞ্জাম ইত্যাদি ক্ৰয়ের ক্ষেত্ৰে অধিকরণকে পরামৰ্শ দেবে। এই ব্যবস্থা অপরাধমূলক ন্যায় প্ৰদানের জন্য প্ৰযুক্তিগত ব্যবহারকে এক নতুন মাত্ৰা প্ৰদান করবে, বলেন তিনি।
আজজের মউ চুক্তি অনুষ্ঠানে বিজ্ঞান ও প্ৰযুক্তিবিদ্যা ইত্যাদি বিভাগের মন্ত্ৰী কেশব মহন্ত, মুখ্যসচিব পবনকুমার বরঠাকুর, পুলিশ-প্ৰধান জিপি সিং, শ্ৰীমন্ত শংকরদেব স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. ধ্ৰুবজ্যোতি বরা এবং রাজ্য সরকারের শীৰ্ষ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

