মুম্বই, ২৮ জুন (হি.স.): ভারী বৃষ্টিতে আবারও বিপর্যস্ত হয়ে পড়ল বাণিজ্যনগরী মুম্বই। বুধবার সকাল থেকে অবিশ্রান্ত বৃষ্টিতে ভিজেছে মুম্বই। ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত মহারাষ্ট্রের অন্যান্য জেলাতেও। মহারাষ্ট্রের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিন এমনই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে মুম্বইয়ে। স্বাভাবিকভাবেই এই সময়ে বিপর্যস্ত হতে পারে স্বাভাবিক জনজীবন।
বুধবার বৃহন্মুম্বই পৌর নিগম জানিয়েছে, আগামী ৪-৫ দিনের মধ্যে মুম্বইয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতদ্বারা নির্দেশ দেওয়া হচ্ছে যে, সমস্ত সংশ্লিষ্ট আধিকারিকদের অবশ্যই নিজস্ব এক্তিয়ারের নিচু এলাকা পরিদর্শন করতে হবে যেখানে বন্যার সম্ভাবনা রয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।