শিমলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল গাড়ি, মর্মান্তিক মৃত্যু ৪ জনের

শিমলা, ২৮ জুন (হি.স.): হিমাচল প্রদেশের শিমলা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, এছাড়াও একজন মহিলা গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে শিমলা জেলার ভদ্রাশ-রোহরু সংযোগ সড়কের ওপর থেকে যাওয়ার সময় গাড়িটি খাদে পড়ে যায়। গাড়ির আরোহীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর দেবথীতে ফিরছিলেন।

সাব-ইন্সপেক্টর জয়দেব বলেছেন, দমকলের সাহায্যে গাড়ির ভিতর থেকে দেহ গুলি উদ্ধার করা হয়। মৃতদের নাম-অবিনাশ মান্তা (২৪), সন্দীপ (৪০), সুমন (২২) এবং হিমানি (২২), সবাই রামপুর তহসিলের বাসিন্দা৷ আহত মহিলার নাম শিবানী (২২)। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *