আগরতলা, ২৮ জুন (হি.স.) : আজ সকালে ট্রাফিক আইন নিয়ে জনসাধারণকে সচেতন করতে সিপাহিজলা জেলা পুলিশ সুপারের উদ্যোগে বিশালগড় মহকুমায় এক বাইক মিছিলের আয়োজন করা হয়েছে। মূলত সাধারণ মানুষকে ট্রাফিক আইন নিয়ে সচেতন করার লক্ষ্যে বাইক মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজয় রেড্ডি।
এদিন বিজয় রেড্ডি বলেন, নিত্যদিন মানুষের সাথে পাল্লা দিয়ে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর জেরে বৃদ্ধি পাচ্ছে দূর্ঘটনা। তাছাড়া সাধারণ মানুষ ট্রাফিক আইন সংক্রান্ত বিষয় নিয়ে সচেতনতা নেই। যার ফলে দূর্ঘটনা আরও বৃদ্ধি পাচ্ছে। মূলত সাধারণ মানুষকে ট্রাফিক আইন নিয়ে সচেতন করার লক্ষ্যে বাইক মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজয় রেড্ডি।