আগরতলা, ২৭ শে জুনঃ হিরণ্ময় চক্রবর্তী মেমোরিয়াল লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড ও হিরণ্ময় চক্রবর্তী মেমোরিয়াল ইয়ং জার্নালিস্ট অ্যাওয়ার্ড প্রদানের জন্য পাঁচ সদস্যের কমিটির এক বৈঠক আজ আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জাগরণ পত্রিকার সম্পাদক পরিতোষ বিশ্বাসকে হিরণ্ময় চক্রবর্তী মেমোরিয়াল লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড ও চিনি খোরাং নিউজ চ্যানেলের সম্পাদক রঞ্জিত দেববর্মাকে হিরণ্ময় চক্রবর্তী মেমোরিয়াল ইয়ং জার্নালিস্ট অ্যাওয়ার্ড প্রদানের সিদ্বান্ত গৃহীত হয়। আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে এক বিবৃতিতে এই সংবাদ জানিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, আজকের ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রফেসর অরুণোদয় সাহা। তাছাড়া উপস্থিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সাংবাদিক সঞ্জীব দেব, মানস পাল, প্রণব সরকার ও এম বি বি ইউনিভার্সিটির রেজিস্টার সুমন্ত চক্রবর্তী। প্রতি বছর প্রয়াত হিরণ্ময় চক্রবর্তীর পরিবারের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবের সহায়তায় এই দুটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

