৫৫১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, ধৃত দুই

আগরতলা, ২৭ জুন (হি.স.) : নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে তেলিয়ামুড়া থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি এলাকায় নাকা পয়েন্টে এক কন্টেইনার থেকে ৫৫১ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। সাথে বহি:রাজ্যের গাড়ির চালক ও সহ চালককে আটক করা হয়েছে।বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক পুলিশ।

ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে উপি২১সিএন১২৪১ নম্বরের গাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি এলাকায় নাকা পয়েন্টে উৎ পেতে বসে থাকে পুলিশ।গাড়িটি নাকা পয়েন্টে আসতেই পুলিশ তল্লাশি চালিয়েছে। তল্লাশি চালিয়ে কন্টেইনার ভর্তি ৫৫১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। গাড়িটি উদয়পুর থেকে বহিঃরাজ্যে গাঁজা পাচারের উদ্দেশ্য যাচ্ছিল বলে জানিয়েছেন তিনি। সাথে বহি:রাজ্যের গাড়ির চালক ও সহ চালককে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।

তিনি আরও জানিয়েছেন, ধৃতরা উত্তরপ্রদেশের বাসিন্দা। বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ লক্ষাধিক টাকা হবে।