সি-ডিভিশন : আনন্দ ভবনকে হারিয়েপ্রথম জয়ের স্বাদ জম্পুইজলা এফসি-র

জম্পুইজলা: ২
আনন্দ ভবন: ১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন।। মরশুমে প্রথম জয়ের স্বাদ পেয়েছে জম্পুইজলা ফুটবল ক্লাব। ‌ প্রথম ম্যাচে ড্র, দ্বিতীয় ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচের মাথায় প্রথম জয়ের স্বাদ তাদের মনোবল অনেকটা বাড়িয়ে দিয়েছে। গ্রুপ লীগের পরবর্তী দুটি ম্যাচে বড় ব্যবধানে জয় পেলে হয়তো মূল পর্বে খেলার ছাড়পত্র পেয়ে যেতে পারে। তবে এর জন্য অবশ্যই পরবর্তী ম্যাচগুলোর দিকে নজর রাখতে হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সি ডিভিশন লিগ ফুটবলের গ্রুপ‌ এ-র খেলায় ফুটবল ক্লাব দুই-এক গোলের ব্যবধানে আনন্দ ভবনকে পরাজিত করেছে। ‌ বিজিত আনন্দ ভবনের পক্ষে এটি চলতি গ্রুপ লিগ ফুটবলে প্রথম পরাজয়। প্রথম ম্যাচে এনএস আরসিসি-র সঙ্গে ড্র-এর পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছিল ইকফাই ফুটবল ক্লাবকে ৫-১ গোলে হারিয়ে। আজ, মঙ্গলবার জম্পুইজলার কাছে হেরে আনন্দ ভবনকে কিছুটা পিছিয়ে পড়তে হয়েছে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলের খেলা শুরুতেই ৪ মিনিটের মাথায় সুখদয়াল জমাতিয়ার গোলে জম্পুইজলা ফুটবল ক্লাব ১-০তে এগিয়ে যায়। তবে ২৩ মিনিটের মাথায় আনন্দ ভবনের নয়ন বিল মলসুম গোলটি শোধ করে খেলায় সমতায় ফিরিয়ে আনে। আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা সেই এক-এক গোলে ড্র-তে শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুদলের খেলোয়াররা গোলের সন্ধানে যথেষ্ট চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৬০ মিনিটের মাথায় জম্পুইজলা ফুটবল ক্লাবের কাঙকিয়ামনি কলই একটি গোল করে ব্যবধান বাড়িয়ে দুই-এক করে নেয়। পরবর্তী সময়ে দুদলের খেলোয়াড়রা ক্রমশ চেষ্টা করে গেলেও চতুর্থ গোলের সন্ধান কেউ দিতে পারেনি। তবে অন্তিম সময়ে জম্পুইজলা ফুটবল ক্লাবের রাকেশ জমাতিয়াকে রেফারী হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ, অরিন্দম মজুমদার, আদিত্য দেববর্মা ও সুকান্ত দত্ত। দিনের খেলা: বিকেল চারটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে সাই এসটিসি বনাম ওরিয়েন্টাল ফুটবল ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *