ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন।।
লক্ষ্য মরশুমে ভালো খেলা। তা মাথায় রেখে বৃহস্পতিবার থেকে মাঠে নামবে ভারত রত্ন সঙ্ঘের ফুটবলাররা। কৌশিক রাযের তত্বাবধানে। এবছর স্থানীয় ফুটবলারদের পাশাপাশি দলে রয়েছে দারচুই, কিল্লা, আমবাসা, অম্পি এবং ধর্মনগর মহকুমার ফুটবলারা। চেষ্টা চলছে ভিনরাজ্য থেকেও ফুটবলার আনার। বৃহস্পতিবার নরসিংগড় মাঠে বা সুখময় স্কুল মাঠে হবে দলের অনুশীলন। যা আজ বিকেলে পরিস্কার হয়ে যাবে। ক্লাবের পক্ষ থেকে কৃষ্ণ সরকার এখবর জানিয়েছেন। তিনি বলেন,”ফুটবলপ্রেমীদের ভালো খেলা উপহার দেওয়া আমাদের লক্ষ্য। তা মাথায় রেখেই সাজানো হয়েচে দল। আশাকরি হতাশ করবে না ফুটবলাররা”। জানা গেছে, কেভিন ডার্লং-রা এবছর নরসিংগড় ভারত রত্ন সঙ্ঘের জার্সি গায়ে মাঠে নামবেন।
2023-06-27