শিলিগুড়ি, ২৬ জুন (হি.স.): ফের বোমা বিস্ফোরণ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের । সোমবার শিলিগুড়িতে তিনি বলেন, পঞ্চায়েত ভোট ঘিরে যেখানে অশান্তি হবে, আমি সেখানেই যাব। ওই সব এলাকার পরিস্থিতি আমি নিজে খতিয়ে দেখব। তাঁর আরও অভিযোগ, বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটলেও রাজ্য নির্বাচন কমিশন বেছে রিপোর্ট পাঠাছে। রাজভবনে পাঠানো রিপোর্টের সঙ্গে বাস্তবের মিল নেই।
সোমবারই উত্তরবঙ্গ সফরে শিলিগুড়ি এসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার শিলিগুড়িতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে অশান্তির পরিস্থিতি সম্পর্কে জানতে চান তিনি। তাঁর কাছে যে রিপোর্ট যাচ্ছে, তা সম্পূর্ণ সত্য নয় বলেই মনে করেন তিনি। রাজ্যপালের কথায়, ‘অনেক জায়গায় অশান্তি, হিংসার ঘটনা ঘটছে। সে সব বিষয়ে জানতে আমি গ্রাউন্ড জিরো-তে যেতে চাই। যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের সঙ্গে কথা বললেই আসল পরিস্থিতি বোঝা যাবে।’