দেশে ফিরেই নাড্ডাকে প্রশ্ন মোদীর, গুরুত্বপূর্ণ বৈঠকও করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.): “ভারতে কী ঘটছে”, দেশে ফিরেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা ও অন্যান্য বিজেপি নেতৃবৃন্দকে প্রশ্ন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর দেশে ফেরার কয়েকঘন্টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী-সহ অন্যান্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদী।

২০-২৫ জুন এই সময়ে আমেরিকা ও মিশর সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকায় সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি একগুচ্ছ কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। এরপর আমেরিকা থেকে তিনি যান মিশরে, সেখানেও বেশ কিছু কর্মসূচি ছিল মোদীর। মিশর সফর শেষে রবিবারই দেশের উদ্দেশে রওনা দেন মোদী, আর সোমবার ভোররাতে মাতৃভূমিতে এসে পৌঁছন। সোমবার ভোররাতে দিল্লিতে এসে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। সেই সময় মোদীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি, বিজেপি সাংসদ হংস রাজ হংস প্রমুখ। দেশের মাটিতে পা রাখার পর প্রধানমন্ত্রী উষ্ণ অভ্যর্থনা জানান নাড্ডা-সহ বিজেপি নেতৃবৃন্দ। তাঁদের প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, “ভারতে কী ঘটছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *