শিলিগুড়ি, ২৫ জুন (হি.স.): গতকাল বন্দুক দেখিয়ে ব্যবসায়ীকে অপহরণের ঘটনা ঘটেছিল শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ৪৬নম্বর ওয়ার্ডের চম্পাসারি এলাকায় ।অপহৃত হওয়ার ২২ ঘণ্টার মধ্যে ব্যবসায়ীকে উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। রবিবার ভোর ৪টা নাগাদ শিলিগুড়ির শালুগাড়া এলাকা থেকে প্রভাকর সিং ওরফে দীপক নামে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দীপককে অপহরণ করার পর উত্তরবঙ্গ সহ বিহারের ঠাকুরগঞ্জের বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। ঘটনার পরই ফোনের লোকেশন ট্র্যাক করে তল্লাশিতে নামে পুলিশ। এরইমধ্যে ব্যবসায়ীর পরিবারের কাছে ৩ কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে। ব্যবসায়ীর পরিবার আপাতত ৬০ লক্ষ দিতে রাজি হয়। শনিবার রাতে শিলিগুড়ির দার্জিলিং মোড়ে সেই টাকা নিয়ে হাজির হন পরিবারের লোকজন। তবে আশপাশে পুলিশ রয়েছে বলে টের পেয়ে যায় অভিযুক্তরা। তাই তারা মুক্তিপণ নিতেও আসেনি।
এদিকে, চলতে থাকে পুলিশের তল্লাশি। এরপরই রবিবার ভোর ৩টে নাগাদ লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে, শালুগাড়া এলাকায় রয়েছে অভিযুক্তরা। এরপরই শিলিগুড়ি পুলিশের বিশেষ দল ওই এলাকায় হানা দেয়। অভিযুক্তরা ব্যবসায়ীকে ফেলে রেখেই এলাকা ছেড়ে চম্পট দেয়। ব্যবসায়ীকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।
অন্যদিকে, অভিযুক্তদের খোঁজে পুলিশের একটি দল হানা দেয় বিহারের দিকে এবং অপর দলটি যায় অসম-বাংলা সীমানা এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, শনিবার সকালে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ৪৬নম্বর ওয়ার্ডের চম্পাসারি এলাকায় বন্দুক দেখিয়ে ব্যবসায়ী অপহরণের ঘটনা ঘটে। জানা গেছে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে অপহৃত ব্যবসায়ী প্রভাকর সিং’র আড়ত রয়েছে। এদিন সকাল প্রায় ৬টা ১৫ মিনিট নাগাদ চম্পাসারি এলাকায় ওই ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ৫০মিটার দূরত্বে মাথায় বন্দুক দেখিয়ে ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগ উঠেছে। গতকাল চম্পাসারি মেইন রোড এলাকায় একটি গাড়িতে তিনজন আসে। এরপর মাথায় বন্দুক ঠেকিয়ে ওই ব্যবসায়ীকে গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সেই সময় ঘটনাস্থল লাগোয়া এলাকায় একজন মহিলা চা ব্যবসায়ীর চায়ের দোকান খোলা ছিল। ওই মহিলার চোখের সামনেই সমস্ত ঘটনা ঘটেছে এমনটাই খবর।প্রত্যক্ষদর্শী মহিলার চিৎকারে দুষ্কৃতীরা দ্রুত ব্যবসায়ীকে গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়। পরে ওই মহিলাই ব্যবসায়ীর পরিবারকে গোটা বিষয়টি জানান। অপহরণের গোটা ঘটনা জানিয়ে প্রধাননগর থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হলে তদন্তে নেমে ঘটনার ২২ ঘণ্টার মধ্যে ব্যবসায়ীকে উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।

