আইজল, ২৪ জুন (হি.স.) : মিজোরামে আরও ১৭ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে ত্রিপুরার বাসিন্দা দুই যুবককে। ধৃত যুবকদের ত্রিপুরার ব্রজেন্দ্রনগরের ইদ্রিস মিয়াঁ (৩৬) এবং জিরানিয়ার খোকন দাস (২৮) বলে পরিচয় পাওয়া গেছে।
আইজলে রাজ্য পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে জাতীয় সড়কের জংশনে মমিত পুলিশের অভিযানে দুই যুবকের কাছে থেকে ২৭০টি সাবানের বাক্সে ৩.৪৭ কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে।
সূত্রটি জানিয়েছে, টিআর ০১ এভি ১৮৮১ নম্বরের বলেরো পিকআপ গাড়িতে তালাশি চালিয়ে বৃহৎ পরিমাণের হেরোইনগুলি উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্তকৃত হেরোইনগুলির আন্তর্জাতিক বাজারে দাম ১৭ কোটি টাকা।
ধৃত দুই যুবকের বিরুদ্ধে মমিত থানায় নারকটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস) আইনের অধীনে ৪৬/২৩ নম্বরে মামলা নথিভুক্ত করে গ্রেফতার করা হয়েছে।