চোপড়া, ২৩ জুন (হি. স.) : টানা বৃষ্টিতে চোপড়া ব্লকের দাসপাড়া ও মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায় জল জমে ভোগান্তি । প্রতিবাদে বিক্ষোভে শামিল হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার বৃষ্টিতে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম জলবন্দি হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, নন্দীগছ, নাহারগছ, হেটলাগছ গ্রামের প্রায় শতাধিক পরিবার দু’দিন ধরে জলবন্দি রয়েছেন। এদিন স্থানীয়দের একাংশ নন্দীগছ এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হন। ঘটনাস্থলে পুলিশ ও ব্লক প্রশাসনের প্রতিনিধিরা পৌঁছান। আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করা হয়। অন্যদিকে, মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের সুইগছ এলাকায় বৃহস্পতিবার রাতে রাস্তার একাংশ জলে ডুবে গিয়েছে। বিডিও সমীর মণ্ডল জানান, স্থানীয়রা নিজেদের মধ্যে আলোচনা করে জমা জল বের করার উদ্যোগ নেওয়ায় সমস্যা মিটে গিয়েছে।