বেহাল শিলচর-জয়ন্তিয়া পূর্ত সড়ক, আশু সংস্কার চেয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের দৃষ্টি আকর্ষণ ভুক্তভোগীদের

কালাইন (অসম),২৩ জুন (হি.স.) : কাছাড় জেলার কাটিগড়া, বড়খলা এবং শিলচর বিধানসভা নির্বাচনী এলাকার সংযোগী শিলচর-জয়ন্তিয়া পূর্ত সড়কটি চরম বেহাল আকার ধারণ করেছে। শিলচর-জয়ন্তিয়া সড়কের খাম্বারবাজার থেকে বড়খলাবাজার পর্যন্ত অংশ দস্তুরমতো মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কের উপর স্থানে স্থানে পুকুরসম গর্তের পাশাপাশি সড়কের পিচ ভেঙে ভয়াবহ আকার ধারণ করেছে।

শিলচর-জয়ন্তিয়া পূর্ত সড়কটি লক্ষাধিক মানুষের চলাচলের অন্যতম মাধ্যম। এই সড়ক দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষকে চলাচল করতে হয়। এছাড়া এই সড়ক দিয়ে অতি প্রয়োজনীয় এলপিজি গ্যাসবাহী ট্যাংকার এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর গাড়িগুলোকেও চলাচল করতে হয়। বর্তমানে এই সড়কের চরম বিধ্বস্ত অবস্থার জন্য যানবাহন চলাচলে দারুণ বিঘ্ন ঘটছে। সড়কের ভয়াবহ অবস্থার জন্য নিত্যদিন যান দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। গত একমাসে এই সড়কে কুড়ির বেশি ছোট-বড় যান দুর্ঘটনা সংঘটিত হয়েছে। জনগণকে দস্তুরমতো প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে।সড়কের বেহাল অবস্থার জন্য যানবাহনের ভাড়াও বেড়ে গেছে। এতে একদিকে জনগণকে যেমন নির্ধারিত ভাড়ার চেয়ে অধিক যান ভাড়া দিতে হচ্ছে তেমনি গন্তব্যে পৌঁছতে জনগণের অনেক বেশি সময়ও লাগছে।

সব মিলে শিলচর-জয়ন্তীয়া সড়কের খাম্বারবাজার থেকে বড়খলাবাজার পর্যন্ত অংশের বিধ্বস্ত অবস্থার জন্য জনগণ শারীরিক, আর্থিক এবং সময়ের দিক থেকে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ভুক্তভোগী জনগণ শিলচর-জয়ন্তিয়া সড়কের খাম্বারবাজার থেকে বড়খলাবাজার পর্যন্ত বেহাল অংশের সংস্কার সাধনের জন্য বারবার পূর্ত বিভাগ এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কোনও ফল হয়নি।

ভুক্তভোগী জনগণের বক্তব্য, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা রাজ্যের প্রতিটি সরকারি বিভাগকে কর্মতৎপর করে তুলতে ব্যাপক পদক্ষেপ নিয়েছেন। কিন্তু তারই অধীনস্থ পূর্ত (লোক নির্মাণ) বিভাগ মুখ্যমন্ত্রীর পদক্ষেপকে উপেক্ষা করছে। শিলচর-জয়ন্তিয়া পূর্ত সড়কের চরম বেহাল অবস্থার আশু সংস্কার সাধন করতে অসমের মুখ্যমন্ত্রী তথা পূর্তমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *