ইমফল, ২২ জুন (হি.স.) : আপাতদৃষ্টিতে চার দিন শান্ত থাকার ফের হিংসা ছড়ানো হয়েছে মণিপুরে। বিষ্ণুপুর জেলার দুটি গ্রামে দুর্বৃত্তদের গুলিবর্ষণ এবং আইইডি বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চার জন।
প্রাপ্ত খবরে প্রকাশ, বিষ্ণুপুর জেলার কোয়াটকার এলাকার দক্ষিণ প্রান্তে ৯ নম্বর ওয়ার্ডের কাছে গতকাল রাত প্রায় সাড়ে সাতটা নাগাদ এক সেতুতে আইইডি বিস্ফোরণ সংগঠিত করা হয়েছে। সে সময় ওই সেতুর ওপর একটি মাহিন্দ্রা স্করপিও দাঁড়িয়েছিল। বিস্ফোরণে মাহিন্দ্রার দুই আরোহীর মৃত্যু এবং চার জন আহত হয়েছেন। হতাহতের মধ্যে তিন নাবালক ছিল। আহত নাবালকদের মৈরাঙে অবস্থিত হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় গাড়ি থেকে কয়েকজনকে নেমে যেতে দেখেছেন তাঁরা। বোমা বিস্ফোরণে বেশ ক্ষতির পাশাপাশি সেতুর এবং সংলগ্ন রাস্তায় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, বোমাটি একটি এসইউভি আনা হয়েছিল। কেবল তা-ই নয়, ফুগাকচাও আওয়াং লেইকাইকে ক্ষতিগ্রস্ত করতে এবং সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর চলাচলে বাধা দিতে কালভার্টের কাছে গাছপালা ফেলে রেখেছিল দুর্বৃত্তরা।
এদিকে গতকাল বুধবার রাতে বিনাপ্ররোচনায় মণিপুরের ইমফল পূর্ব এবং কাংপকপি জেলার ওয়াইকেপিআই-এর উরংপাট গ্রামে এলোপাতাড়ি প্রচণ্ড গুলিবর্ষণ করে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তের দল। ওই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে মেইরা পাইবিস ইমফল পশ্চিম জুড়ে একাধিক স্থানে সাওনবুং-ওয়াইকেপিআই সড়কে অবরোধ অব্যাহত রেখেছে।