মুম্বই, ২২ জুন (হি.স.): মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা কমানো হয়নি। জানিয়ে দিলেন মহারাষ্ট্রের মন্ত্রী দীপক কেসারকার। তিনি বৃহস্পতিবার জানিয়েছেন, “উদ্ধব ঠাকরে ও তাঁর পরিবারের নিরাপত্তা কমানো হয়নি। রাজ্যের স্বরাষ্ট্র দফতর এ বিষয়ে স্পষ্টীকরণ দিয়েছে। সঞ্জয় রাউত এবং আদিত্য ঠাকরের এটি সম্পর্কে মিথ্যা বলা উচিত নয়।”
যদিও, পাল্টা তোপ দেগেছেন সঞ্জয় রাউত। এদিন সাংবাদিকদের মুখোমুখি সঞ্জয় রাউত বলেছেন, “এগুলি সবই রাজনীতি দ্বারা প্রভাবিত, তা ইডি-র অভিযান হোক অথবা নিরাপত্তা কমানো হোক। কিন্তু তাঁরা নিজেদের কৃতকর্মের ফল পাবে। তাঁরা (বিজেপি) সর্বোচ্চ কী আর করতে পারে, তাঁরা আমাদের গুলি করতে পারে অথবা জেলে পাঠাতে পারে।”