সি-ডিভিশন : ইকফাইকে ৫-১ গোলেহারিয়ে গ্রুপ শীর্ষে আনন্দ ভবন

আনন্দ ভবন:৫(গিডিয়ন-৩, ভিপ্টর, অ্যালেক্স)
ইকফাই:১(নিতাই)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুন।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে আনন্দ ভবন। তাও ইকফাই ফুটবল ক্লাবকে হারিয়ে। পর পর দুই ম্যাচে অপরাজিত থাকা ইকফাই ফুটবল ক্লাবকে পাঁচ-এক গোলে হারিয়ে আনন্দ ভবন এখন এ-গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষেস্থানে উঠে এসেছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত সি-ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্ট উমাকান্ত মিনি স্টেডিয়ামে ক্রমশঃ জমে উঠছে। সামগ্রিক হিসেবে ১২ তম ম্যাচে আজ, বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচ তথা বিকেলের খেলায় আনন্দ ভবন যথেষ্ট প্রাধান্য বিস্তার করে খেলে ৫-১ গোলের ব্যবধানে ইকফাই ফুটবল ক্লাবকে পরাজিত করেছে। বিজয়ী আনন্দ ভবনের পক্ষে গিডিয়ন মলসুমের হ্যাটট্রিক আরো বেশি রোমাঞ্চকর। ‌ খেলার শুরুতে পাঁচ মিনিটের মাথায় গিডিয়ন-এর প্রথম গোল দলকে এক-শূন্যতে এগিয়ে দেয়। ১০ মিনিট বাদে গিডিয়ন আরও একটি গোল করলে ব্যবধান ২-০ হয়। তবে ইকফাই ফুটবল ক্লাবের ছেলেরাও সুযোগ খুঁজতে থাকে। অবশেষে ৩৭ মিনিটের মাথায় ইকফাই-এর নিতাই সরকার একটি গোল করে ব্যবধান কমিয়ে আনে। প্রথমার্ধে আনন্দ ভবন ২-১ গোলে লিড নেয়। দ্বিতীয়ার্ধ শুরুতে গিডিয়ন ফের আক্রমণ ভাগে গোলের সন্ধানে তৎপর হয়। ৪৮ মিনিটের মাথায় গিডিয়ন তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক এর বাহবাও কুড়িয়ে নেয়। পরবর্তী সময়ে কিছুটা সময় ম্যাচ আক্রমণ প্রতিআক্রমনে মধ্যে চললেও শেষ পর্যায়ে ফের ইকফাই ফুটবল ক্লাবের ছেলেরা ছন্দ হারিয়ে ফেলে। সুযোগ বুঝে ৭০ ও ৮৪ মিনিটের মাথায় আনন্দ ভবনের ভিপ্টর ত্রিপুরা ও অ্যালেক্স ডার্লং পর পর দুটো গোল করে ব্যবধান পাঁচ-এক করে নেয়। আনন্দ ভবন দুর্দান্ত জয় ছিনিয়ে পুরো ৩ পয়েন্ট অর্জন করে নেয়। দিনের খেলা: এনএসআরসিসি বনাম ওরিয়েন্টাল ক্লাব, বিকেল চারটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *