গন্ডাছড়ায় পৃথক স্থানে পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

আগরতলা, ২২ জুন  (হি.স.) : রাস্তা সংস্কার ও পানীয় জলের দাবিতে গন্ডাছড়ায় পৃথক স্থানে পথ অবরোধে সামিল হয়েছেন এলাকাবাসী।দীর্ঘ দিন ধরে গন্ডাছড়া মহকুমার নারায়ণপুর মগপাড়ায় রাস্তা বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। রাস্তা সংস্কারের দাবিতে অবশেষে বৃহস্পতিবার সকালে পথ অবরোধ করেন এলাকার সাধারণ জনগন। অপরদিকে গন্ডাছড়া গাছ বাগান এলাকায় পানীয় জলের দাবিতে স্থানীয় মানুষ গন্ডাছড়া-অমরপুর সড়ক অবরোধ করেন। অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ ও প্রশাসন এবং অবরোধকারীদের সাথে কথা বলেছে। প্রশাসন আশ্বাস দিয়েছে, প্রতিনিয়ত ওই এলাকায় জল সরবরাহ এবং রাস্তা সংস্কার করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন স্থানীয় মানুষ।

জনৈক অবরোধকারী জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে গন্ডাছড়া মহকুমায় মগ পাড়া থেকে গীরাচন্দ্র পাড়া প্রায় আট কিলোমিটার রাস্তা মরণ ফাঁদে পরিনত হয়ে রয়েছে। তাঁদের অভিযোগ, একাধিকবার এ–বিষয়ে প্রসাশনের পদস্থ আধিকারিকদের জানানো হলেও কোনো সমাধান মিলছে না। অবশেষে আজ সকালে রাস্তা সংস্কারের দাবিতে গন্ডাছড়া-রহস্যাবাড়ি সড়ক অবরোধ করেন এলাকার সাধারণ জনগন। তাঁদের দাবি, অতিসত্বর রাস্তা সংস্কার করতে হবে। এই অবরোধের জেরে রাস্তার দুই ধারে যান চলাচল স্তব্দ হয়ে পড়েছিল।তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল। ঘটনার খবর পেয়ে ছুটে আসে প্রসাশনের পদস্থ আধিকারিকরা এবং অবরোধকারীদের সাথে কথা বলেন। প্রসাশন আশ্বাস দিয়েছেন, ওই এলাকায় অতিসত্বর রাস্তা সংস্কার করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন স্থানীয় মানুষ।

অন্যদিকে, গন্ডাছড়া মহকুমায় গাছবাগান এলাকায় পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, দীর্ঘ একমাস যাবৎ পানীয় জলের সংকটে ভুগছেন স্থানীয় মানুষ। এ–বিষয়ে একাধিকবার প্রশাসনের নিকট মৌখিক ও লিখিত অভিযোগ করা হলেও জলের সমস্যার সমাধানে কেউ পদক্ষেপ নেননি। তাই, জনগণ বাধ্য হয়ে বৃহস্পতিবার সকালে পানীয় জলের দাবিতে গন্ডাছড়া–অমরপুর সড়ক অবরোধ করেন। তাঁদের দাবি, ওই এলাকায় জল নিয়মিত সরবরাহ করতে হবে। এই অবরোধের জেরে রাস্তার দুই ধারে যান চলাচল স্তব্দ হয়ে পড়েছিল। তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পুলিশ অবরোধকারীদের সাথে কথা বলেছে এবং প্রতিনিয়ত ওই এলাকায় জল সরবরাহ নিয়ে সংশ্লিষ্ট দফতরের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন স্থানীয় মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *