সোনামুড়ায় ক্রিকেট : বেঙ্গল টাইগারকেহারিয়ে নেতাজি সংঘ দ্বিতীয় শীর্ষে

বেঙ্গল টাইগার:৯১/১০(২৪)
নেতাজি সংঘ:৯৪/৩(১৫.৩)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুন।। দ্বিতীয় জয় পেয়েছে নেতাজি সংঘ। হারিয়েছে বেঙ্গল টাইগার দুর্গাপুরকে। সোনামুড়া সাব ডিভিশন সিনিয়র মিট ক্রিকেটে। সোনামোরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র লিগ ক্রিকেট এখন জমজমাট পর্যায়ে। ১০ দলীয় লীগ ক্রিকেটের ১৫তম ম্যাচ আজ, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। মেলাঘর গ্রাউন্ডে খেলা। নেতাজি সংঘ সাত উইকেটের বড় ব্যবধানে বেঙ্গল টাইগার দুর্গাপুরকে পরাজিত করে দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে। চতুর্থ ম্যাচের মাথায় দ্বিতীয় জয় নেতাজি সংঘকে ১০ দলীয় আসরে পয়েন্ট তালিকায় দ্বিতীয় শীর্ষে তুলে এনেছে। শীর্ষে অবস্থানকারী ব্লাড ড্রপস্-এর মতো নেতাজি সংঘের পয়েন্ট ছয় হলেও রান রেট-এর নিরিখে নেতাজি সংঘ, ব্লাড ড্রপস থেকে এক ধাপ পিছিয়ে। মেলাঘর গ্রাউন্ডে বেলা পৌনে এগারোটায় ম্যাচ শুরুতে টস জিতে নেতাজি সংঘ প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। পরিবেশ পরিস্থিতিতে ম্যাচ দেরিতে শুরু হওয়ায় ওভার সংখ্যা ৩৮এ নামানো হয়। বেঙ্গল টাইগার দুর্গাপুর প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে চব্বিশ ওভার খেলেই ৯১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে সাফি উল্লাহ সর্বাধিক ২৪ রান পায়। নেতাজি সংঘের বিকাশ মজুমদার এবং আবু তাহের তিনটি করে উইকেট তুলে নিলে বেঙ্গল টাইগার দুর্গাপুরের কেউ তেমন ব্যাট হাতে দাঁড়াতে পারেনি। জবাবে ব্যাট করতে নেমে নেতাজি সংঘ ১৫.৩ ওভার খেলে তিন উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। নেতাজি সংঘের বিকাশ মজুমদার সর্বাধিক ৩৪ রান সংগ্রহ করেছে। তিলক সরকার পেয়েছে ২৭ রান। বেঙ্গল টাইগারের সাত্তার মিয়া ১৫ রানে দুটি উইকেট পেয়েছিল। তবে নেতাজি সংঘের বিকাশের অলরাউন্ড পারফরম্যান্স দলকে জয় এনে দেয় এবং ম্যান অব দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে বিকাশ। দিনের খেলা: ব্লাড ড্রপস বনাম মতিনগর প্লে সেন্টার সকাল, পৌনে নয়টায় মেলাঘর গ্রাউন্ডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *