জব্বলপুর, ২১ জুন (হি.স.): শূন্য বাজেটের সঙ্গে স্বাস্থ্যের নিশ্চয়তা হল যোগব্যায়াম। বললেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। বুধবার নবম আন্তর্জাতিক যোগ দিবসে উপ-রাষ্ট্রপতি ধনখড় বলেছেন, নবম আন্তর্জাতিক যোগ দিবসে সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা! মধ্যপ্রদেশের সাংস্কৃতিক কেন্দ্র জব্বলপুর থেকে আমি দেশের সবাইকে এবং বিশ্ব সম্প্রদায়ের প্রতিটি মানুষকে আহ্বান জানাই যোগকে বিশ্ব ঐক্যের প্রতীক হিসেবে গ্রহণ করার জন্য।
এবার নবম আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হয় মধ্যপ্রদেশের জব্বলপুরের গ্যারিসন মাঠে, সেখানে যোগব্যায়াম করেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল প্রমুখ। তিনি বলেছেন, আন্তর্জাতিক যোগ দিবস বিশ্ব ভ্রাতৃত্বের বার্তার দিন। এই বছরের থিম “বসুধৈব কুটুম্বকমের জন্য যোগ” আমাদের আকাঙ্খা এবং সাংস্কৃতিক চেতনার প্রতীক। এই বছর ভারতে আয়োজিত জি-২ শীর্ষ সম্মেলনের থিমের সঙ্গেও এটি পুরোপুরি মানানসই।

