মাদারিহাট, ২১ জুন (হি. স.) : আলিপুরদুয়ারের মাদারিহাট উত্তর খয়েরবাড়িতে কুয়ো থেকে এক যুবকের দেহ উদ্ধার। বুধবার সকালে দেহ উদ্ধার করে হাসিমারা দমকলকর্মীরা। হাসিমারার ওসি সত্যব্রত ধর জানান, ওই যুবকের নাম নরেন্দ্র লামা (২৫)। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে আত্মহত্যা করেছে।
ঘটনা প্রসঙ্গে নরেন্দ্রর মাসি রেশমা লামা বলেন, ‘এদিন সকালে কুয়োতে কিছু পড়ার শব্দ শুনে ঘর থেকে বের হয়ে কুয়োর কাছে যাই। ভেতরে তাকাতেই দেখি কুয়োর ভেতর একজন পড়ে আছে। এরপর আমি চিৎকার করতেই প্রতিবেশীরা ছুটে আসেন। তিনজন মিলে কুয়োর ভেতর হুক লাগানো দড়ি ফেলে যুবককে তোলার চেষ্টা করি। যুবককে দড়ি ধরার কথা বলতেই দড়িও ধরেছিল। কিন্ত জল থেকে একটু উপরে তোলার পর দেখি আমার ভাগ্নে নরেন্দ্র। এরপর ওকে শক্ত করে দড়ি ধরতে বলি। কিন্ত সে হাতের দড়ি ছেড়ে দেয়। ডুবে যায় জলে। আর বহুবার চেষ্টা করেও তুলতে পারলাম না।‘