প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছরের কার্যকাল : ত্রিপুরায় বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানের সূচনা

আগরতলা, ২১ জুন (হি.স.) : ত্রিপুরায় লোকসভা নির্বাচনের প্রচারের ঢাকে কাঠি পড়ল আজ। বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। মূলত, অভিযানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছরের কার্যকালের সাফল্য জনগণের সম্মুখে তুলে ধরা হবে। সে মোতাবেক প্রধানমন্ত্রীর নয় বছরের কর্মকান্ডের প্রচারপত্র জনসাধারণের হাতে তুলে দিয়েছেন। এদিন সদর মহকুমায় প্রতাপগড় মন্ডলের অধীনে যোগেন্দ্র নগর এলাকায় ওই জনসম্পর্ক অভিযানের সূচনা হয়েছে। বিজেপি প্রদেশ সভাপতি জানিয়েছেন, আজ থেকে সারা ত্রিপুরায় বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান শুরু হয়েছে। চলবে ৩০ জুন পর্যন্ত। 

এদিন প্রদেশ সভাপতি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালের নয় বছর পূর্তি উপলক্ষ্যে এক মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছিল। তারই অঙ্গ হিসেবে আজ বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান শুরু হয়েছে। সাথে তিনি যোগ করেন, আজ থেকেই সারা ত্রিপুরায় এই অভিযান শুরু হবে। চলবে ৩০ জুন পর্যন্ত। তাঁর দাবি, কাজের নিরিখে লোকসভা নির্বাচনে ত্রিপুরার জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থা প্রদর্শনের জন্য এই অভিযান হাতে নেওয়া হয়েছে। 

এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ৯ বছর সময়কালে ত্রিপুরা সহ দেশের প্রতিটি প্রান্ত পেয়েছে উন্নয়নের ছোঁয়া। তাঁর হাত ধরেই প্রগতির পথে অগ্রসর হয়েছে দেশ। এই ধারাবাহিকতা বজায় রেখে নতুন ভারত নির্মাণের লক্ষ্যে পৌঁছাতে নরেন্দ্র মোদীর হাতকে আগামীদিনে আরও বেশি সমর্থন দিয়ে শক্তিশালী করতে দৃঢ় সংকল্পবদ্ধ আমরা। তাই, আজ‌ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের বিদ্যাসাগর এলাকায় বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে গিয়েছি এবং প্রধানমন্ত্রী মোদীর নয় বছরের কার্যকালে সেবা, সুশাসন এবং গরীব কল্যাণের বিভিন্ন বিষয় জনসাধারণের সামনে তুলে ধরেছি, বলেন মুখ্যমন্ত্রী। এদিন এই জনসম্পর্ক অভিযানে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা বিজেপি প্রদেশ সহ-সভাপতি রেবতী মোহন দাস সমেত প্রতাপগড় মন্ডল ও সদর জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *