ত্রিপুরাতে আন্তর্জাতিক যোগ দিবস পালিত

আগরতলা, ২১ জুন (হি.স.) : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ত্রিপুরায় আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে। এদিন সরকারি ভাবে মূল অনুষ্ঠানটি হয়েছে হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। সেখানে যোগ শিবিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। তাছাড়া প্রদেশ বিজেপির  উদ্যোগে রাজ্যের সবকয়টি মন্ডলে একযোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে। 

এদিন আগরতলা এনএসআরসিসি–তে বিজেপি‌ ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে আয়োজিত যোগ দিবসের কার্য্যক্রমেও অংশ গ্রহন করেছেন মুখ্যমন্ত্রী (অধ্যাপক) ডা. মানিক সাহা। পাশাপাশি এদিন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত যোগ মহোৎসবেও অংশগ্রহণ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, যোগাসন প্রাচীন ভারতীয় ঐতিহ্যের মধ্যে নিহিত। এটি আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে। সাথে তিনি বলেন, এই বছর আন্তর্জাতিক যোগ দিবসের থিম হল বসুধৈব কুটুম্বকমের জন্য যোগ। যা এক পরিবার হিসাবে বিশ্বজুড়ে মানুষের সুস্থতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিকে প্রতিফলিত করে। সেখানে যোগ শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিংকু রায়, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং স্থানীয় বিধায়িকা মীনা রাণী সরকার ও প্রশাসনের পদস্থ আধিকারিকগণ।

এদিন আগরতলায় এনএসআরসিসি–তে বিজেপি‌ ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে আয়োজিত যোগ দিবসের কার্য্যক্রমে অংশ গ্রহণ করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। পাশাপাশি তিনি মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানেও অংশ গ্রহণ করেছেন।

তাছাড়া, মোহনপুর মন্ডল আয়োজিত তুলাবাগান সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠে আন্তর্জাতিক যোগ দিবসের কার্য্যক্রমে অংশগ্রহণ করেছেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, বসুধৈব কুটুম্বকম এক বিশ্ব এক স্বাস্থ্যের অনুরণন। এই ভাবনা নিয়েই বুধবার গোটা বিশ্ব জুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় আজ রাজ্যের সবকটি মন্ডলেই উদযাপিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস। ওই যোগ শিবিরে খ্যাতনামা ক্রিকেটার ল্যান্স ক্রজনার উপস্থিত ছিলেন। 

এদিকে, মজলিশপুর মন্ডল আয়োজিত রাণীরবাজারে আন্তর্জাতিক যোগ দিবসের কার্য্যক্রমে অংশগ্রহণ করেছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অন্যদিকে, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কুমারঘাট মহকুমা প্রশাসক ও যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে ফটিকরায় বাজারে আয়োজিত যোগ শিবিরে অংশ গ্রহণ করেছেন মন্ত্রী সুধাংশু দাস। এদিন সুধাংশু বলেন, সুস্থ দেহ ও রোগমুক্ত জীবন যাপনের জন্য প্রতিদিন একটু হলেও যোগ ব্যায়াম করা অত্যন্ত প্রয়োজন।

আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশালগড়ে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।এদিন তিনি বলেন, যোগ আমাদের মানসিক ও শারীরিক সুস্বাস্থ্যের জন্য এক অনবদ্য ক্রিয়া। তিনি যোগ করার জন্য সমাজের সকল অংশের ও সকল বয়সের মানুষকে আহ্বান করেছেন। কারণ যোগ–র মাধ্যমে শরীর ও মনকে সুস্থ করে তোলা সম্ভব হয়।

আজ হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত যোগ মহোৎসবে অংশগ্রহণ করেছেন মন্ত্রী টিংকু রায়। শ্রী রায় বলেন, যোগব্যায়াম সঙ্গীতের মতো। শরীরের ছন্দ, মনের সুর এবং আত্মার সামঞ্জস্য মিলে জীবনের সিম্ফনি তৈরি করে। 

তাছাড়া মোহনলালগঞ্জ লখনউয়ের গঙ্গা গঞ্জ স্টেডিয়ামে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দের্ববমা। সাংসদ বিপ্লব কুমার দেব ফরিয়াদাবাদে হরিয়ানার স্টেট স্পোর্টস সেন্টারে আন্তর্জাতিক যোগ দিবসের কার্য্যক্রমে অংশ নিয়েছেন। তিনি ফরিদাবাদের মানব রচনা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড স্টাডিজে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনেও প্রধান অতিথি হিসেবে যোগদান করেছেন। এদিন তিনি শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের পাশাপাশি তাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে উদ্বুদ্ধ করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *