কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়ক

হাফলং (অসম), ২১ জুন (হি.স.) : কালভার্ট ভেঙে বন্ধ হয়ে গেছে হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়ক। গত কয়েক দিনের বৃষ্টিতে এমনিতেই বেহাল হয়ে পড়েছে হাফলং-শিলচর জাতীয় সড়ক। বৃষ্টির দরুন ঘন ঘন ধস নেমে আসায় বেশ কিছু দিন থেকে ওই জাতীয় সড়কে যানবাহন চলাচলও ব্যাহত হয়ে পড়েছে। তবে জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও অংশে চারলেন সড়ক নির্মাণকাজের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ গুজরাটের দীনেশচন্দ্র আগরওয়ালার হাতে কাজ তুলে দেওয়ায় এই নির্মাণ সংস্থা ধস নেমে সড়কপথটি বন্ধ হয়ে পড়লেও কাদা-মাটির ধ্বাংসাবশেষ সরিয়ে সড়ক পথটি সচল রাখার চেষ্টা করছে।

কিন্তু এক নাগাড়ে বৃষ্টির জেরে বুধবার হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়কের হারাঙ্গাজাওয়ের কাছে ডিমরুছড়া ও জালাইডিসার মধ্যবর্তী স্থানে একটি কালভার্ট ভেঙে পড়েছে। ফলে হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে। যার দরুন সড়কপথে শিলচরের সঙ্গে হারাঙ্গাজাওয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে ৫৪ নম্বর জাতীয় সড়কের ডিমরুছড়া ও জালাইডিসার মধ্যে কালভার্ট ভেঙে একটি ডাম্পার নীচে পড়ে যায়। জাতীয় সড়কে এই কালভার্ট ভেঙে পড়ায় সড়কপথে বিশাল খাদের সৃষ্টি হয়েছে। অন্যদিকে কালভার্ট ভেঙে হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়ায় সড়কের দুপাশে বেশ কিছু যানবাহন আটকে পড়েছে।

উল্লেখ্য, হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়ক শুধু নামেই জাতীয় সড়ক। দীর্ঘদিন থেকে সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। সংস্কারের অভাবে ধুঁকছে এই সড়কপথ। এই জাতীয় সড়ক ধরেই শিলচর থেকে সৌরাষ্ট্র পর্যন্ত মহাসড়ক নির্মাণ হচ্ছে। কিন্তু দীর্ঘ দশ বছর থেকে সড়ক নির্মাণের কাজ বন্ধ রয়েছে। বর্ষার মরশুম আসলেই ভূমিধসের জেরে সড়কপথটি বন্ধ হয়ে পড়ে। এতে এই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীদের নরক যন্ত্রণা ভুগতে হয়। কিন্তু তার পরও জাতীয় সড়ক কর্তৃপক্ষ সড়কটি সংস্কারে তেমন গুরুত্ব দেয় না বলে বিস্তর অভিযোগ রয়েছে এই পথ দিয়ে চলাচলকারী নিত্যযাত্রীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *