আধঘণ্টা যোগব্যায়াম করুন, মন এত হিংসাত্মক হবে না, মমতাকে কটাক্ষ সুকান্ত মজুমদারের

বালুরঘাট, ২১ জুন (হি. স.) : ‘আধঘণ্টা যোগব্যায়াম করুন, মন এত হিংসাত্মক হবে না’। বুধবার বিশ্ব যোগ দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

এদিন বালুরঘাটে পাওয়ার হাউস এলাকায় বিশ্ব যোগ দিবস উপলক্ষ্যে কর্মসূচিতে অংশ নিয়ে সুকান্ত বলেন, ‘ট্রেডমিলে হাঁটার পাশাপাশি আধঘণ্টা করে যোগব্যায়াম করুন। আর আধঘণ্টা করে প্রাণায়াম করুন। দেখুন মনে শান্তি পাবেন৷ তাহলে মন এত হিংসাত্মক হবে না।’ এদিন দক্ষিণ দিনাজপুর জেলাতে বিশ্ব যোগ দিবস পালন করা হল। পাওয়ার হাউস এলাকায় বিশ্ব যোগ দিবসে সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার, বিনয় কুমার বর্মন সহ অন্য বিজেপি নেতারা৷ পাশাপাশি এদিন বালুরঘাট স্টেডিয়ামে একটি যোগ সংগঠনের তরফে দিনটি পালন করা হয়।