হাফলং (অসম), ২১ জুন (হি.স.) : ডিমা হাসাও জেলায় কংগ্রেস ও বিজেপি-র প্রায় তিন শতাধিক সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আজ বুধবার উমরাংসোর কার্বি ক্লাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় দলের (তৃণমূল কংগ্রেস) অসম প্রদেশ সভাপতি রিপুন বরার উপস্থিতিতে কংগ্রেস ও বিজেপি দল ছেড়ে তিন শতাধিক লোক তৃণমূলে যোগদান করেন।
উল্লেখ্য, আগামী নভেম্বর-ডিসেম্বরে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৪-এর লোকসভা নির্বাচনের জন্য উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন এগিয়ে নিয়ে আসা হতে পারে। এই অবস্থায় কংগ্রেস, বিজেপি সহ সব দলই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। বর্তমানে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে দেবোলাল গার্লোসার নেতৃত্বে বিজেপির পরিষদ চলছে। ৩০ সদস্য-বিশিষ্ট পার্বত্য পরিষদে এখন বিজেপির সদস্য সংখ্যা ২৯ জন। এমতাবস্থায় উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে বিরোধী দলের তেমন কোনও সদস্য নেই। তাই পার্বত্য পরিষদে তৃতীয়বারের মতো দখল করতে বিজেপি ইতিমধ্যে কুচকাওয়াজ শুরু করে দিয়েছে।
এদিকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসও পিছিয়ে নেই। কিন্তু বিজেপিকে সরিয়ে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মতো দলের পরিষদ দখল করা এত সহজ হবে না বলে মনে করছেন জেলার রাজনৈতিক বিশেষজ্ঞরা। এরই মধ্যে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মতো দল এবার পরিষদ দখল করতে সক্ষম হবে বলে যে দাবি করছে, তা এতটা সহজ হবে না বলে আপাতত মনে করছেন জেলার রাজনৈতিক বিশ্লেষকরা।

