মুম্বই, ২০ জুন (হি.স.): অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থনের কথা জানালেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। একইসঙ্গে বিঁধলেন কেন্দ্রীয় সরকারকেও। মঙ্গলবার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছেন, “আমরা ইউনিফর্ম সিভিল কোডকে সমর্থন করি, কিন্তু যারা এটা আনছে তাঁদের এটা ভাবা উচিত নয় যে এটা শুধুমাত্র মুসলমানদের জন্যই সমস্যা তৈরি করবে, বরং এটা হিন্দুদের জন্যও সমস্যা তৈরি করবে এবং অনেক প্রশ্ন উঠবে।”
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আরও বলেছেন, “কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত গরু জবাই নিষিদ্ধ করুন, কারণ গরু জবাই নিষিদ্ধ নয়। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিকর নিজেই বলতেন, রাজ্যে গরুর অভাব হলে আমরা সেগুলি আমদানি করব।”
উল্লেখ্য, লোকসভা ভোটের আর এক বছরও বাকি নেই। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় আইন কমিশন নতুন করে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার তৎপরতা শুরু করেছে, তা নিয়ে প্রশ্নও তুলেছে বিরোধীরা। কিন্তু, উদ্ধব ঠাকরে জানালেন, তিনি অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে।