অলিম্পিক দিবস উদযাপন ঘিরে প্রদর্শনী গ্র্যাপলিং আসর অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুন।।হলো প্রদর্শনী ম্যাচ। গ্র‌্যাপলিং অ্যাসোসিয়েশন এফ ত্রিপুরার পক্ষ থেকে। অলিম্পিক দিবস উপলক্ষ্যে। মঙ্গলবার দুপুরে যোগেন্দ্রনগর সেল্ফ ডিফেন্স প্রশিক্ষণ কেন্দ্রে। তাতে উপস্থিত ছিলেন ক্রীড়া আধিকারিক ড:‌ সুবীর দেবনাথ, ত্রিপুরা অলিম্পিক সংস্থার কো-অর্ডিনেটর প্রিয় লাল সাহা, খেলো ইন্ডিয়া ফিজিওথেরাপিস্ট অর্পন কর এবং ত্রিপুরা বডি বিল্ডিং এবং ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস। গ্ৰ্যাপলিং খেলার প্রদর্শনী প্রতিযোগিতার পর যারা ২০২২ ও ২০২৩ সালে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পদক অর্জন করেছেন তাদের স্মারক এবং প্রশংসাপত্র দেওয়া হয়। এবং জাতীয় রেফারি রনজিৎ সিনহার রেফারি ডিপ্লোমা সার্টিফিকেটও এদিন দেওয়া হয়।