কলকাতা, ২০ জুন (হি.স.) : কলকাতায় ইসকনের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কলকাতায় ইসকন মন্দিরে আরতির পর পর রথের রশিতে টান দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিন্টো পার্কে ইসকন মন্দির থেকে এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, এক্সাইড মোড় হয়ে পার্ক স্ট্রিট ঘুরে আউট্রাম রোড ধরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পর্যন্ত ইসকনের রথযাত্রা।
আজকের দিনের জন্য প্রস্তুতি থাকে বহু দিনের। মঙ্গলবার কলকাতায় ইসকন মন্দিরে রথযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রা উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী সকলকে শুভেচ্ছা – অভিনন্দন-শ্রদ্ধা জানান। আজ তিনি বলেন, ‘ দেবতা কেবল মাটির বা কাঠের পুতুল নয়। দেব-দেবীর মধ্যে আমরা আমাদের স্বপ্ন-মনোবাঞ্ছা-সুখ-দুঃখ সবকিছু দেবতার চরণে অর্পন করি। কারণ আমাদের বিশ্বাস সেটা। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।’
মুখ্যমন্ত্রী জানান, জগন্নাথ চাইলে,আগামী রথযাত্রা দীঘার মন্দিরে আয়োজন করা হতে পারে। সেখানেও রথযাত্রা করার চেষ্টা করা হবে । মাহেশের উন্নয়ন করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে জানান, ইসকনকে মায়াপুরে ৭০০ একর জমি দেওয়া হয়েছে। সেখানে তৈরি হচ্ছে ইন্টারন্যাশনাল সিটি। ইসকনের সকলকে অভিনন্দন জানান তিনি।
মুখ্যমন্ত্রীর কথায় আজ উঠে আসে রেল দুর্ঘটনার প্রসঙ্গ। তিনি বলেন, ‘কিছুদিন আগে একটা রেল দুর্ঘটনা ঘটে গিয়েছে। অনেক মানুষের প্রাণ গিয়েছে।রথযাত্রা তো মুক্তির দিন, আমি তাঁদের আত্মার শান্তি কামনা করি।’ একই সঙ্গে বিশ্বের, দেশের, রাজ্যের শান্তির কামনা করেন মুখ্যমন্ত্রী।