হায়দরাবাদ, ২০ জুন (হি.স.): বাবা-মা হতে চলেছেন দক্ষিণী তারকা রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা, গত বছরের ডিসেম্বরেই তা জানা গিয়েছিল। চলতি বছরের ২০ জুন ভোরে এল সুখবর। কন্যাসন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপসনা। প্রায় ১০ বছরের বিবাহিত জীবন পার করে সন্তান এল তাঁদের সংসারে। হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে সন্তানের জন্ম দেন উপাসনা। হাসপাতাল সূত্রের খবর, সন্তান ও মা দু’জনেই একেবারে সুস্থ আছেন।সন্তানের আগমনের আগাম প্রস্তুতি অবশ্য আগেই শুরু করে দিয়েছিলেন রাম চরণ ও উপাসনা। ঘর সাজানোর নানা ছবিও ভাগ করে নেন উপাসনা তাঁর সমাজমাধ্যমের পাতায়। রাম চরণ বাবা হয়েছেন, একইসঙ্গে দাদু হলেন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী।
2023-06-20