ভুবনেশ্বর, ২০ জুন (হি. স.) : পুরীর রথযাত্রা উপলক্ষ্যে এবারও জগন্নাথধামে উপচে পড়ে ভিড়। মঙ্গলবার রথের রশিতে চান পড়তেই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হল সেখানে। মাত্রতিরিক্ত ভিড়ের চাপে কার্যত পদপিষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। একাধিক পুণ্যার্থী ঘটনায় আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিন দুপুর ৩টা ৪ মিনিট নাগাদ জগন্নাথধামে রথের রশিতে প্রথম টান পড়ে। প্রথম ভগবান বলরামের রথ টানা শুরু হয়। শ্রী মন্দির থেকে তিন কিলোমিটার দূরে গুণ্ডিচা মন্দির পর্যন্ত ভগবান জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রার রথ তিনটি টেনে নিয়ে যান সেবায়েত এবং ভক্তরা। ৩টা ৫৫ মিনিট নাগাদ গুণ্ডিচা মন্দিরে পৌঁছায় এই রথগুলি। আগামী এক সপ্তাহ মাসির বাড়ি অর্থাৎ গুণ্ডিচা মন্দিরে থাকবেন জগন্নাথ-বলরাম-শুভদ্রা।
এদিন, ভগবান বলরামের তালধ্বজ রথের দড়িতে টান দিতে গিয়ে বিপত্তি হয়। হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। পুরীর মারিচিকোটে চকের সামনে পদপিষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। বহু মানুষ মাটিতে পড়ে যান। তাতে আহত হন কয়েকজন। তাঁদের মধ্যে মহিলাও রয়েছেন। অসুস্থ হওয়ার অন্যতম কারণ মাত্রাতিরিক্ত গরমও। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।