জম্মু, ২০ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন যাত্রী। আহতদের মধ্যে অধিকাংশই ভিন রাজ্যের শ্রমিক। সোমবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে সাম্বা জেলার গাগওয়াল এলাকায়। স্মোত্রা ছনি থেকে গাগওয়াল যাওয়ার পথে যাত্রীবাহী একটি বাস খালে পড়ে যাওয়ার পরে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটি আটক করা হয়েছে। পুলিশের এক কর্তা জানিয়েছেন, আহতদের বেশিরভাগই জম্মু ও কাশ্মীরের বাইরের শ্রমিক।

