কেন্দ্রীয় বাহিনী চাওয়ার কাজ আমাদের নয়, সুপ্রিম কোর্টে বলল রাজ্য নির্বাচন কমিশন; মঙ্গলে শুনানি

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): ভোটের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী চাওয়ার কাজ তাদের নয়। সোমবার সুপ্রিম কোর্টে এমনটাই জানাল রাজ্য নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে আসন্ন পঞ্চায়েত ভোটের আগে গোটা রাজ্যজুড়ে হিংসাত্মক ঘটনা বেড়েই চলেছে, এরই প্রেক্ষিতে গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। গত বৃহস্পতিবার ওই রায় ঘোষণার পর কলকাতা হাইকোর্ট বলেছিল, ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী আনানোর ব্যবস্থা পাকা করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। বাহিনী চেয়ে আবেদন করতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে।

সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সোমবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য নির্বাচন কমিশন। শীর্ষ আদালতকে কমিশন বলে, ‘‘কেন্দ্রীয় বাহিনী চাওয়া আমাদের কাজ নয়। পঞ্চায়েত ভোটে নিরাপত্তার বিষয়টি দেখে রাজ্য।’’ পরে রাজ্যের তরফেও এই একই বিষয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এম এম সুন্দরেশের ডিভিশন বেঞ্চ মামলাটি ওঠে। মঙ্গলবারই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট সংক্রান্ত ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে।