কাঠমান্ডু, ১৯ জুন (হি. স.) : নেপালের দুই প্রান্ত দুই ধরনের আবহাওয়ার সাক্ষী হল। একদিকে, নেপালের পূর্ব প্রান্তে বৃষ্টিজনিত কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন ৫ জন। এছাড়াও খোঁজ পাওয়া যায়নি ২৮ জনের। অপরদিকে, তাপপ্রবাহে নাজেহাল অবস্থা পশ্চিম নেপালের বিভিন্ন জেলায়।
ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি অনুসারে, ভারী বৃষ্টিপাতের কারণে কোশি প্রদেশের বেশ কয়েকটি জেলা বিপর্যস্ত, বিশেষ করে তাপলেজুং, পাঁচথার, শঙ্খুয়াসভা এবং তেরহাথুম-যেখানে বন্যা ও ভূমিধসের পরে কমপক্ষে ৫ জন মারা গিয়েছেন এবং ২৮ জন নিখোঁজ। বর্ষা সবেমাত্র শুরু হয়েছে, এরইমধ্যে বন্যা ও ভূমিধসের কারণে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে নেপালে। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নেপালের পূর্বাঞ্চলের জেলাগুলিতে।
অন্যদিকে, নেপালের পশ্চিমাঞ্চলের আবহাওয়া একেবারে উল্টো, পশ্চিম তরাই অঞ্চলের মানুষ সামান্য স্বস্তি-সহ ক্রমবর্ধমান তাপমাত্রার দাপট সহ্য করছে। জুনের প্রথম সপ্তাহে শুরু হওয়া তাপপ্রবাহ মধ্য ও পশ্চিম তরাইয়ের বেশ কয়েকটি জেলায় বিরামহীনভাবে অব্যাহত রয়েছে। কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রির গণ্ডিও ছাড়িয়েছে।

