তারকেশ্বর লাইনে একাধিক ট্রেন বাতিল, চরম দুর্ভোগ

গলি, ১৮ জুন (হি. স.) : হুগলির তারকেশ্বর লাইনে বাতিল একাধিক ট্রেন। রবিবার ছিল ভোট কর্মীদের প্রশিক্ষণ। তাই প্রশিক্ষণ শিবিরে ঠিক মত পৌঁছতে অনেকই সাতসকালে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন। স্টেশনে পৌঁছে ভোগান্তির শিকার হলেন তারকেশ্বর লাইনের ভোটকর্মীরা। বেশ কিছু লোকাল ট্রেন বাতিল হওয়ায় অনেকেই চরম হয়রানির মুখে পড়েন।

শেওড়াফুলি স্টেশন থেকে শেষ আপ তারকেশ্বর লোকাল যায় সকাল ৯ টায়। তারপর থেকে মাঝের তিনটি ট্রেন বাতিল করা হয়। এদিন রেল থেকে সকাল ৯টা ৪২ মিনিটের আপ তারকেশ্বর লোকাল, ১০টা ৩২ মিনিটের আপ আরামবাগ লোকাল ও ১০টা ৫৭ মিনিটের আপ তারকেশ্বর লোকাল বাতিল করা হয়। এর ফলে ভোট কেন্দ্র পৌঁছতে কলকাতা, ব্যান্ডেল, নৈহাটি থেকে আসা ভোট কর্মীদের প্রশিক্ষণ কেন্দ্র পৌঁছতে দেরি হয়ে যায়।
দুর্ভোগে পড়া যাত্রীরা জানান, প্রশিক্ষণ শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে দশটায়। শেওড়াফুলি থেকে ট্রেন বদলে গন্তব্য পৌঁছনোর কথা। কারও গন্তব্য সিঙ্গুর মহামায়া বিদ্যালয়, কারও হরিপাল বিবেকানন্দ কলেজ আবার কারও তারকেশ্বরে। কিন্তু ট্রেন বাতিলের জেরে প্রশিক্ষণ কেন্দ্র সময় মতো পৌঁছতে পারেননি তাঁরা। অনেকেই বিকল্প রাস্তায় যাওয়ার চেষ্টা করলেও যানবাহন পাননি। শুধু ভোট কর্মীরাই নন, সমস্যায় পড়েন বহু সাধারণ যাত্রী। শেওড়াফুলি স্টেশনের এক আধিকারিক জানান, রক্ষণাবেক্ষণ কাজের জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার রাতেই বিভিন্ন স্টেশনে মাইকিং করে যাত্রীদের সেকথা জানিয়ে দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *