নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.) : ভারতে করোনার দৈনিক সংক্ৰমণ তলানিতে পৌঁছলেও এখনও অব্যাহত রয়েছে করোনার টিকাকরণ ও নমুনা পরীক্ষা । ২৪ ঘন্টায় ভারতে টিকা পেয়েছেন আরও ১,৫৫২ জন । সেই সঙ্গে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৬৩,৩৩৩টি ।
রবিবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে টিকা পেয়েছেন ১,৫৫২ জন । এর ফলে দেশে মোট করোনার টিকা পেয়েছেন ২,২০,৬৭,৩৪,০৬৪ জন। ১৭ জুন সারা দিনে ভারতে ৬৩,৩৩৩ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ফলে এপর্যন্ত দেশে মোট করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৯৩,১৮,৩৩,৯২১টি