জাতীয় জল পুরস্কার প্রদান করলেন উপ-রাষ্ট্রপতি ধনখড়, সেরা রাজ্যের বিভাগে শীর্ষে মধ্যপ্রদেশ

নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় শনিবার চতুর্থ জাতীয় জল পুরস্কার প্রদান করেছেন। সেরা রাজ্যের বিভাগে শীর্ষ স্থান দখল করেছে মধ্যপ্রদেশ। জলশক্তি মন্ত্রক ২০২২ সালের জাতীয় জল পুরস্কারের জন্য যৌথ বিজয়ী-সহ ১১টি বিভাগে মোট ৪১ জন বিজয়ীর নাম ঘোষণা করেছিল।

সেরা রাজ্য বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে মধ্যপ্রদেশ। সেরা জেলা বিভাগে ওড়িশার গঞ্জাম জেলাকে পুরস্কার দেওয়া হয়। তেলেঙ্গানার ভদ্রাদ্রি কোথাগুডেম জেলার জগন্নাধাপুরম গ্রাম পঞ্চায়েতকে সেরা গ্রাম পঞ্চায়েতের পুরস্কার দেওয়া হয়। প্রত্যেক পুরস্কার বিজয়ীকে একটি সম্মাননা পত্র ও ট্রফির পাশাপাশি নগদ পুরস্কার প্রদান করা হয়।

জল-সমৃদ্ধ ভারতের সরকারের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য চলমান দেশব্যাপী অভিযানের অংশ হিসাবে, এই পুরস্কার প্রদান ভাল কাজ এবং প্রচেষ্টাকে উৎসাহিত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপ-রাষ্ট্রপতি ধনখড় জল সংরক্ষণের ওপর জোর দেন। তিনি জনগণকে নিজেদের প্রয়োজনীয়তা অনুযায়ী প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে বলেছেন। তিনি আরও বলেছেন, ভারতীয় সংস্কৃতি মানুষকে প্রাকৃতিক সম্পদের ন্যায়সঙ্গত ব্যবহার সম্পর্কেও শিক্ষা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *