গোরক্ষপুর, ১৭ জুন (হি.স.) : উত্তর প্রদেশের গোরক্ষপুরে মাফিয়া বিনোদ উপাধ্যায়ের বাড়িতে চলল বুলডোজার। শনিবার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বিনোদের বাড়ি। এই মুহূর্তে পলাতক বিনোদ, তার মাথার দাম ধার্য করা হয়েছে ৫০ হাজার টাকা। বিনোদের বিরুদ্ধে প্রায় ৩২টি মামলা রয়েছে।
উত্তর প্রদেশে মাফিয়ারাজ খতম করতে বদ্ধপরিকর যোগী আদিত্যনাথ সরকার, এবার মাফিয়ারাজ খতম করতে মাফিয়া বিনোদের বাড়িয়ে চলল বুলডোজার। পুলিশ সুপার (শহর) কৃষাণ বিষ্ণোই জানিয়েছেন, বিনোদের বিরুদ্ধে ৩২টি মামলা রয়েছে, তার মধ্যে ৪টি খুনের মামলা। বিগত কিছু দিন ধরে সে পলাতক। সে কয়েকটি কোটি টাকার এই বাড়িটি তৈরি করেছিল। সম্পত্তিটি জিডিএ (গোরক্ষপুর উন্নয়ন কর্তৃপক্ষ) দ্বারা চিহ্নিত করা হয়েছে এবং তারপরে তা ভেঙে ফেলা হচ্ছে। তাকে খোঁজা হচ্ছে। বিনোদকে গ্রেফতারের জন্য ঘোষিত পুরস্কার বাড়ানো হবে।