কলকাতা, ১৭ জুন (হি.স.) : বিক্ষুব্ধ নির্দলদের কোনও ভাবেই রেয়াত করা হবে না। জিতলেও কোনও নির্দল প্রার্থীকে দলে ফেরানো হবে না। পঞ্চায়েত ভোটে দলের টিকিট না পেয়ে যারা নির্দল হয়ে মনোনয়ন জমা দিয়েছে তাদের হুঁশিয়ারি দিল তৃণমূল কংগ্রেস । শনিবার পঞ্চায়েত ভোটের রণকৌশল ঠিক করতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠকে হয় সেখানেই এমন সিদ্ধান্ত নিল শীর্ষ নেতৃত্ব।
তবে শনিবার কালীঘাটে পঞ্চায়েত ভোটের রণকৌশল নিয়ে বৈঠকে সুর খানিকটা নরম করল দল। প্রথমে অনুরোধ, পরে শাস্তি। সেইমতোই এদিন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, ”নির্দল হয়ে যাঁরা মনোনয়ন পেশ করেছেন, তাঁদের কাছে হাত জোড় করে অনুরোধ জানাচ্ছি, আপনারা মনোনয়ন প্রত্যাহার করে নিন। দল যে প্রার্থীদের নির্বাচিত করেছে, তাঁদের সমর্থন করুন, প্রচারে নামুন।” এরপরই সুর আরও কঠিন করে তিনি বলেন, ”দলের অনুরোধ না মানলে কিন্তু দল খুব কড়া পদক্ষেপ নেবে। নির্দল হয়ে আপনারা ভোটে জিতলেও দলে আর ফিরিয়ে নেওয়া হবে না। চিরকালের মতো দলে ঢোকার দরজা-জানলা সব বন্ধ। বাইরেই থাকতে হবে আপনাদের।”
এদিন তিনি আরও বলেন, এবার জনসংযোগ যাত্রার মাধ্যমে তৃণমূল স্তরে মানুষের সঙ্গে কথা বলে পঞ্চায়েতের স্বচ্ছ প্রার্থী বাছা হয়েছে। তিনি বলেন, তারপরও কোথাও কোথাও নির্দল হিসেবে কেউ কেউ দাঁড়িয়ে পড়েছেন। তাঁদের প্রার্থীপদ প্রত্যাহার করে নিতে হবে। এদিনের সভায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন অভিষেক, দলের রাজ্য চেয়ারম্যান সুব্রত বক্সী সহ শীর্ষ নেতৃত্ব। জেলার এমএলএ ও এমপি ছাড়াও বিভিন্ন স্তরের নেতাদের এই বৈঠকে থাকতে বলা হয়েছিল।
সাংবাদিক বৈঠকে কল্যাণ অভিযোগ করেন, বিজেপি, কংগ্রেস, সিপিএম, আইএসএফ জোট করেছে তৃণমূলের বিরুদ্ধে। তিনি বলেন, পঞ্চায়েত ভোটে এই চার দলের জোটকে মানুষ হারাবে এবং তৃণমূলকে বিপুল ভোটে জয়ী করবে। কল্যানের পাশে বসে দলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ বলেন, আইএসএফ বিজেপির হাতে পুতুল হিসেবে কাজ করছে। কংগ্রস আর সিপিএম আইএসএফের মাধ্যমে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। এই চার দলের একটা অশুভ আঁতাঁত তৈরি হয়েছে তৃণমূলকে বিপাকে ফেলার জন্য। কল্যাণ বলেন, পঞ্চায়েত ভোট মিটলে দশ লক্ষ লোক নিয়ে ওকশো দিনের কাজের টাকা ছিনিয়ে আনতে তৃণমূল দিল্লিতে অভিযান করবে।