প্রাণ হারালেন বছর ৩৫-এর এক যুবক, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ২৯১

বালেশ্বর, ১৭ জুন (হি.স.): ওড়িশার বলেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন আরও একজন। শনিবার মৃত্যু হয়েছে বছর ৩৫-এর এক যুবকের। মৃতের নাম-শোকের মনসুর। কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল, সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

গত ২ জুন ওড়িশার বালেশ্বরে একটি মালবাহী রেল, ১২৮৪১ করমন্ডল এক্সপ্রেস ও ১২৮৬৪ বেঙ্গালুরু-হাওড়া এসএফ এক্সপ্রেস এই তিনটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ইতিমধ্যেই ২৯০ জনের মৃত্যু হয়েছিল, শনিবার একজনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ২৯১-তে পৌঁছেছে। কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডাঃ সুধাংশু শেখর মিশ্র বলেছেন, চিকিৎসা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শোয়েব মনসুর নামে এক যুবকের।