নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.): উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় শনিবার, ১৭ জুন নতুন দিল্লিতে চতুর্থ জাতীয় জল পুরস্কার প্রদান করবেন। ১১টি বিভাগে ৪১ জন পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করেছে জলশক্তি মন্ত্রক। পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি স্মারক, শংসাপত্র এবং নগদ টাকা। তাঁদের হাতেই পুরস্কার তুলে দেবেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
কেন্দ্রীয় সরকারের ‘জল সমৃদ্ধ ভারত’ অভিযানের অঙ্গ হিসেবে জল সংরক্ষণে মানুষকে উৎসাহিত করতেই এই উদ্যোগ। জলের গুরুত্ব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে এবং জল ব্যবহারের সর্বোত্তম অনুশীলনগুলি গ্রহণ করতে মানুষকে অনুপ্রাণিত করার একটি প্রয়াস এটি।

