ইম্ফল, ১৬ জুন (হি.স.): শান্তি ফিরছেই না মণিপুরে, এবার মণিপুরের রাজধানী ইম্ফলে কেন্দ্রীয় মন্ত্রী আর কে রঞ্জন সিংয়ের বাড়িয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করল এক দল দুষ্কৃতী। বৃহস্পতিবার গভীর রাতে ইম্ফলের কংবায় কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী আর কে রঞ্জন সিংয়ের বাসভবনে একদল দুষ্কৃতী পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দিয়েছে।
কর্মসূত্রে এই মুহূর্তে কেরলে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী আর কে রঞ্জন সিং। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “আমি বর্তমানে অফিসিয়াল কাজে কেরলে আছি। সৌভাগ্যক্রমে, আমার ইম্ফলের বাড়িতে গতকাল রাতের ঘটনায় কেউ আহত হননি। দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিয়ে এসে আমার বাড়ির নিচতলা ও প্রথম তলার ক্ষতিসাধন করেছে।” কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন, “আমার নিজের রাজ্যে যা ঘটছে তা দেখে খুবই খারাপ লাগছে। আমি এখনও শান্তির জন্য আবেদন চালিয়ে যাব। যারা এই ধরনের হিংসায় লিপ্ত তাঁরা একেবারেই অমানবিক।”