নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র টোঙ্গা । শুক্রবার টোঙ্গার কাছে রিখটার স্কেলে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে ১৬৭ কিলোমিটার গভীরের এই ভূমিকম্পে কোনও সুনামি সতর্কতা নেই
ইউএসজিএস অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টোঙ্গার প্রায় ২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ১৬৭ কিলোমিটার গভীরে।
মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা বলেছে, ভূমিকম্পের পর মার্কিন পশ্চিম উপকূল, ব্রিটিশ কলাম্বিয়া বা আলাস্কায় সুনামির কোনো হুমকি নেই। অস্ট্রেলিয়ার ব্যুরো অব মেটিওরোলজিও জানিয়েছে, অস্ট্রেলিয়ায় সুনামির কোনও হুমকি নেই।
অন্যদিকে, ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে ফিজি দ্বীপপুঞ্জের দক্ষিণাঞ্চলের কাছে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে রিপোর্ট করেছে।-