কুল্লু, ১৫ জুন (হি. স.) : হিমাচল প্রদেশশের কুল্লু ও পাটলিকুহাল থানার এলাকায় মাদক চোরাচালানের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে কুল্লুতে টহল দেওয়ার সময় পুলিশ একটি গাড়ির রেজিস্ট্রেশন নম্বর চেক করার সময় এক ব্যক্তির কাছ থেকে ২৮ গ্রাম হেরোইন উদ্ধার করে। পুলিশ মাদকদ্রব্য আইনে একটি মামলা নথিভুক্ত করেছে
পুলিশ সুপার সাক্ষী ভার্মা জানিয়েছেন, ধৃত পবন কুমার (২৫) আলগান পোস্ট অফিস বাথেরি তহসিল পাদ্দার জেলা মান্ডির বাসিন্দা। অন্যদিকে পাটলিকুহাল পুলিশের টিম টহল দেওয়ার সময় কুল্লু গ্রামের বাসিন্দা কালু রাম (৪৫) এর কাছ থেকে ১৮ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। ধৃতদের বিরুদ্ধে পাটলিকুহাল থানায় মাদক আইনে মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার উভয় আসামিকে আদালতে হাজির করে রিমান্ড নেওয়া হবে।