কলকাতা, ১৫ জুন (হি. স.) : “বৃহস্পতিবার থেকে আবার নির্দল হিসেবে অনেক লোক মনোনয়ন করবে। কাল থেকে শুরু হয়েছিল। পার্টির লোকেরা তাদের মেরে তাড়িয়ে দিয়েছে, নির্দল মনোনয়ন করতে দেয়নি। আজ থেকে দল ছাড়া পথ ছাড়ার আবার হবে।“
বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে সাংবাদিকদের এ কথা বলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। প্রার্থী তালিকা ঘোষণার পরেই তৃণমূলের পদ ছাড়ার হিড়িক পড়েছে, টাকা দিয়ে টিকিট কেনার অভিযোগ উঠেছে কোচবিহারে! সাংবাদিক এ কথা বলে প্রতিক্রিয়া চাইলে দিলীপবাবু বলেন, “সারা পশ্চিমবাংলায় হবে। আজকের দিন টা দেখতে দিন। এর জন্য আগে থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেনি তৃণমূল কংগ্রেস। বলেছিল ঘোষণা করবে কিন্তু ঘোষণা করার পর থেকেই পথ ছাড়া দল ছাড়ার হিড়িক শুরু হয়ে গেছে।“ তৃণমূলের নমিনেশন একদম শেষ দিনে কেন? এই প্রশ্ন করলে তিনি বলেন, “ওই যে, গন্ডগোল কম হবে! আজকে গন্ডগোল হতে হতে মনোনয়ন হয়ে যাবে। বাকিরা মনোনয়ন করতে পারবেনা। নির্দল মনোনয়ন যাতে কম হয় সেজন্য এটা করেছে।“