“ডায়াসের নেতা হয়ে গেলেই সমস্যা”, অভিষেককে তোপ দিলীপের

কলকাতা, ১৫ জুন (হি. স.) : “উনি সবসময় গেছেন যেখানে একটু কমজোর হয়েছে সেখানেই গেছেন। মালদায় গেছেন মেদিনীপুরে গেছেন, স্বাভাবিক হাত ধরে একটু শেখাতে হয় ত্রিস্তরীয় পঞ্চায়েতটা। কেউ যদি শেখে ভালো, ডায়াসের নেতা হয়ে গেলেই সমস্যা।

বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই মন্তব্য করেন। দিলীপবাবুকে সাংবাদিকরা প্রশ্ন করেন, নব জোয়ারের একদম শেষ দিনে অভিষেক-মমতা বন্দ্যোপাধ্যায় এক মঞ্চে? তার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন দিলীপবাবু।