স্ফুলিঙ্গ-১৬৪,
ইউনাটেড ফ্রেন্ডস-১৭২/৪
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন।।
প্রথম দিনেই চালকের আসনে ইউনাটেড ফ্রেন্ডস। এবং দ্বিমুকুট জয়ের লক্ষ্যে একধঁাপ এগিয়ে গেলেন উদীয়ন বসু-রা। তবে সবকিছু নির্ভর করবে শুক্রবার দ্বিতীয় দিনে ইউনাটেড ফ্রেন্ডস তাদের ইনিংস কতটা লম্বা করতে পারবে। আপাতত প্রথম দিনের শেষে ৮ রানে এগিয়ে ইউনাটেড ফ্রেন্ডস। স্ফুলিঙ্গের বিরুদ্ধে। জে সি লিগ ক্রিকেটের নির্ণায়ক ম্যাচে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে স্ফুলিঙ্গের গড়া ১৬৪ রানের জবাবে প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান করে ইউনাটেড ফ্রেন্ডস। দ্বিমুকুটের স্বপ্ন দেখা ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষে ঋত্বিক স্রীবাস্তব ৫ উইকেট এবং দীপক ক্ষত্রী ৭২ রান করেন। ওই দুইয়ের হাত ধরেই দ্বিমুকুটের স্বপ্নে বিভোর ইউনাটেড ফ্রেন্ডস। তবে আত্মতুষ্টিতে ভুগতে থাকলে খেসারত দিতে হবে দলকে। কারন দ্বিতীয় দিনে ঘুরে দাড়াতে চাইবে স্ফুলিঙ্গ। এবং পাল্টা আঘাত আনবেই। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকে চাপে পড়ে যায় স্ফুলিঙ্গ। ‘বুধির দূর্গে একা কুম্ভ’ হয়ে লড়াই করে যান লিয়েনে খেলতে আসা কৌশল আচার্য। দলের বিপর্যয়ে বুক চিতিয়ে লড়াই করে যান কৌশল। ডান হাতি ওই ব্যাটসম্যানটির জন্যই প্রাথমিক বিপর্যয় কাটিয়ে কিছুটা লড়াকু স্কোর গড়ে স্ফুলিঙ্গ। ৫২.১ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে স্ফুলিঙ্গ ১৬৪ রান করে। দলের পক্ষে কৌশল ৮৬ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৮, বৈভব পাল ৫৬ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং চিরঞ্জীৎ পাল ১৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষে ঋত্বিক শ্রীবাস্তব (৫/৩৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে প্রথম দিনের শেষে ৩৫ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান করে ইউনাটেড ফ্রেন্ডস। অরিন্দম বর্মনের ঝড়ো ব্যাটিং থামতেই ম্যাচের রাস নিজের কঁাধে তুলে নেন ভিনরাজ্য থেকে আসা ক্রিকেটার দীপক ক্ষত্রী। গেলো মরশুমে ত্রিপুরা রণজি দলের হয়ে খেলা ওই অলরাউন্ডারটির দায়িত্বশীল ব্যাটিংয়ে দিনের শেষে লিড নেয় ইউনাটেড ফ্রেন্ডস। দীপক ৬৭ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৩ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে অরিন্দম বর্মন ৪০ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪৬, উদীয়ন বসু ৫৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ এবং দলনায়ক রজত দে ৩৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। স্ফুলিঙ্গের পক্ষে বৈভব পাল (২/৪৬) সফল বোলার।