কলকাতা, ১৫ জুন (হি. স.) : ভোট লুঠ করতে বুধবার গভীর রাতে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস দলীয় নেতা ও পুলিশকর্তার সঙ্গে বৈঠক করেছেন বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাত ১টা ২৫-এ শুভেন্দুবাবু টুইটারে লেখেন, “এই মুহূর্তে মন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূল বিধায়ক খোকন দাসের মধ্যে বৈঠক চলছে; হোটেল সিনক্লেয়ার্স বর্ধমানের ১২১ নম্বর কক্ষে। আছেন পূর্ব বর্ধমান জেলা টিএমসি সভাপতি ও বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি। পূর্ব বর্ধমান জেলার আসন্ন পঞ্চায়েত নির্বাচন কীভাবে ভোট লুট করা যায় এবং কারচুপি করা যায় তা হল আলোচনার বিষয়৷ রাত ১১টা ৫৭তে কে তাদের সাথে যোগ দিয়েছে অনুমান করুন? সাধারণ পোশাকে এসপি পূর্ব বর্ধমান কমনাশিস সেন।”

