আগরতলা, ১৪ জুন (হি.স.) : অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে পশ্চিম জেলা পুলিশ প্রশাসন। মঙ্গলবার গভীর রাতে পুলিশ সুপার কিরণ কুমারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রাজধানী আগরতলায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছিল। শহরের নিরাপত্তা সুরক্ষিত রাখতে পুলিশের টহলদারি আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন কিরণ কুমার।
এদিন তিনি বলেন, বিভিন্ন গাড়ি ও স্কুটির সঠিক কাগজপত্র আছে কিনা, গাড়ির চালক ও যাত্রীরা সিটবেল্ট ব্যবহার করছেন কিনা, তা পর্যবেক্ষন করা হয়েছে। তাছাড়া নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়েছেন, তাদের মধ্যে ৫ যুবককে আটক করা হয়েছে। সাথে পাঁচটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। ওই পাঁচ যুবকের ড্রাইভিং লাইসেন্স স্থগিত করে দেওয়া হবে।
সাথে তিনি যোগ করেন, রাত যত বাড়তে থাকে একাংশ নেশাগ্রস্ত যুবকরা সক্রিয় হয়ে উঠেন। নেশাগ্রস্ত অবস্থায় যান বাহন নিয়ে রাস্তায় বেরিয়ে যান। এর ফলে প্রতিনিয়ত যান দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এখন থেকে তাদের বিরুদ্ধে গভীর রাতে শহরে পুলিশের টহলদারি থাকবে।তিনি সাধারন জনগণের কাছে ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর জন্য আবেদন করেছেন।

