উত্তরপূর্ব তার অভূতপূর্ব সংস্কৃতি ও দৃঢ়চেতা জনগণকে সংগে নিয়ে অকল্পনীয় প্রগতি লক্ষ্য করছেঃ প্রধানমন্ত্রী

নয়াদিল্লি,  ১৪ জুন, ২০২৩ (পি আই বি): প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপূর্বে যোগাযোগ সম্প্রসারিত করতে পরিকাঠামোগত উন্নয়ন সহ যে সব বহুবিধ উদ্যোগ নেওয়া হয়েছে সে সব সম্পর্কে নিবন্ধ, গ্রাফিক্স, ভিডিও এবং তথ্যাদি ভাগ করে নিয়েছেন।

প্রধানমন্ত্রী ট্যুইট করেছেনঃ

“আমাদের উত্তরপূর্ব তার অভূতপূর্ব সংস্কৃতি ও দৃঢ়চেতা জনগণকে সংগে নিয়ে অকল্পনীয় প্রগতির গতিবেগ প্রত্যক্ষ করছে। পরিকাঠামোগত উন্নয়ন থেকে সম্প্রসারিত যোগাযোগ, আমরা এই অঞ্চলের অপরিমেয় সম্ভাবনাকে অর্গল মুক্ত করে দিচ্ছি।